কর আদায়ে হবিগঞ্জ পৌরসভা সাফল্য অর্জন করায় মেয়র জি, কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ

কর আদায়ে হবিগঞ্জ পৌরসভা সাফল্য অর্জন করায় মেয়র জি, কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ

কর আদায়ে হবিগঞ্জ পৌরসভা সাফল্য অর্জন করায় মেয়র জি, কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ
কর আদায়ে হবিগঞ্জ পৌরসভা সাফল্য অর্জন করায় মেয়র জি, কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভা কোন প্রকার ক্রোকী পরোয়ানা ছাড়াই ২০১৭-১৮ অর্থবছরে পৌরকর আদায়ে ৮৫ শতাংশ কর আদায় করে সাফল্য অর্জন করেছ। অর্থবছর শেষ হওয়ার সাথে সাথে যে পরিসংখ্যান উঠে এসেছে তাতে সরকারী, বেসরকারী মিলিয়ে পৌরকর আদায় ৮৫ শতাংশ এবং পানির কর আদায় ৮৪ শতাংশ ছাড়িয়েছে। এ সাফল্যের কারণে হবিগঞ্জ পৌরসভায় চলমান তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের অন্যতম শর্ত পূরণ হলো। কর আদায়ে এ সাফল্য অর্জন করায় মেয়র সকল সরকারী প্রশাসন, হবিগঞ্জ পৌর পরিষদের সকল সদস্যবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার সর্বস্তরের করদাতা নাগরিকবৃন্দ এবং কর আদায়ের সাথে সংশ্লিষ্ট পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি সকলের ঐকান্তিক প্রচেষ্টা, কর্মতৎপরতা ও সহযোগিতার কারনেই পৌরকর আদয়ে এ সাফল্যে অর্জন করা সম্ভব হয়েছে। আপনারা অবগত আছেন যে, বিগত ১৫ বছর যাবত পৌরবাসীর পরিশোধকৃত পৌরকরের প্রতিটি অর্থ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সুষমভাবে ব্যয় করা হয়েছে। পৌরবাসীর আদায়কৃত প্রতিটি টাকা যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পৌরসভার কার্যক্রমে যথাযথভাবে ব্যবহৃত হয় সে ব্যাপারে আমি আমার পরিষদকে নিয়ে আপোষহীন ভূমিকা পালন করেছি। কর আদায় উন্নয়নের অন্যতম শর্ত। তাই হবিগঞ্জ পৌরএলাকার সকল সরকারী প্রশাসন, সম্মানিত নাগরিকবৃন্দ যথাসময়ে কর প্রদান করে প্রমাণ করেছেন যে এ পৌরসভার উন্নয়ন ও অগ্রগতিতে তাদের আন্তরিকতা ও সহযোগিতা পুরোমাত্রায় অব্যাহত রয়েছে।’ কর আদায়ে এ সাফল্যের কারণে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের মাধ্যমে পৌরএলাকার উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com