লোকালয় ২৪

কর্ণফুলী পেপার মিল পূর্ণোদ্যমে চালুর দাবি

কর্ণফুলী পেপার মিল পূর্ণোদ্যমে চালুর দাবি

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পূর্ণোদ্যমে চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে চন্দ্রঘোনা ফোরাম–ঢাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির সদস্যরা এ দাবি জানান।
মানববন্ধনে তারা বলেন, ‘প্রায় ৪৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত চার হাজারেরও বেশি শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং তাদের সন্তানদের নিয়ে কোলাহলপূর্ণ কেপিএম শিল্পাঞ্চলটি আজ কোলাহলহীন। সেখানকার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্রমেই জৌলুস হারাচ্ছে। দেশের সর্বাধিক কাগজ সরবরাহকারী এ প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন আজ এসে ঠেকেছে ১৫ থেকে ২০ টনে। অথচ বর্তমানেও এই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা রয়েছে প্রায় ১০০ টন। আমরা চাই, কেপিএম আবারও কর্মমুখর হবে। ফিরে পাবে তার পূর্ণ উৎপাদন সক্ষমতা। মিলের শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন অনিয়মিত হয়ে পড়েছে।’ বক্তারা বলেন, মাসের-পর-মাস বকেয়া থাকছে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস। অন্যদিকে আবাসিক এলাকাগুলোতে গ্যাস, বিদ্যুৎ না থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের।