সংবাদ শিরোনাম :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু

lokaloy24.com

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু স্পেনেই মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এর আগে ইতালিতে একদিনে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের মহামারিতে এ পর্যন্ত বিশ্বের মৃত্যের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়,  স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।ইতালির পর ইউরোপের আরেক দেশ স্পেন করোনা ভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬।এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com