লোকালয় ২৪

করোনা প্রতিরোধে কাজে লাগানো হচ্ছে কারাবন্দীদের

lokaloy24.com

প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এইবার করোনা প্রতিরোধে শহরটিতে কারাবন্দীদের তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই বিষয়ে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেন, ‘এনওয়াইএস ক্লিন ‘ প্রজেক্টের আওতায় সপ্তাহে এক লাখ গ্যালন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করবেন কারাবন্দীরা। কুয়োমো জানায়, কারাবন্দীদের বানানো হ্যান্ড স্যানিটাইজারে ৭৫ শতাংশ অ্যালকোহল রয়েছে। এই স্যানিটাইজার কিনতে মার্কিন সরকার প্রতি গ্যালনে ছয় ডলার খরচ করবে। তবে এটি সাধারণ বাজারে পাওয়া যাবেনা বলেও জানান নিউ ইয়র্কের গভর্নর।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন আরো সাতশজন।