লোকালয় ২৪

করোনা নিয়ে ফেসবুকে গুজব, র‍্যাবের হাতে আটক ১

মহিউদ্দিন(শিপন): করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। আটককৃতের নাম কামরুল হাসান রুমি (৩৯)।

র‍্যাব-৭ এর অপারেশন অফিসার পুলিশ সুপার (এসপি) মাসরুকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অপরাধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থেকে কামরুল হাসান রুমি নামের একজনকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের হালি শহরের একটি স্কুলের চারজন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্তান্ত বলে ফেসবুকে প্রচার করছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, নিজের ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পাশাপাশি বিভিন্নজনকে মেসেঞ্জারে তিনি এই তথ্য পাঠিয়েছেন। কিন্তু ওই স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, এমন কোন ঘটনাই ঘটেনি। সেই স্কুলের কোনো শিক্ষার্থীই করোনাভাইরাসে আক্তান্ত নয়।

ফেসবুকে এমন একটা মিথ্যা গুজব ছড়ানোর অপরাধেই কামরুল হাসান রুমিকে আটক করা হয়েছে বলে জানান মাসরুকুর রহমান।