করোনা নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা

করোনা নিয়ে মিথ্যাচারের অভিযোগে চীনের বিরুদ্ধে মামলা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  চীনের বিরুদ্ধে বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য। ঠুকিয়ে দিচ্ছে মামলা।

মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, ‘চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।

মিসৌরি রাজ্যের করা মামলায় মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে। সেইসঙ্গে মিসৌরি কর্তৃপক্ষ বলছে, এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।

চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এনডিটিভি, বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com