লোকালয় ২৪

করোনায় কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

lokaloy24.com

অনলাইন ডেস্ক: কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার প্যারিসের একটি হাসপাতালে মারা যান। তার পরিবার এ কথা জানিয়েছে।

ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নের্তৃত্ব দেন। তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তিনি জন্ম নেন। ওপাঙ্গো সেনা কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট মারিয়েন এনগাওয়াবি হত্যাকান্ডের পর তিনি ক্ষমতায় আসেন।

কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ওপাঙ্গো ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেন।