লোকালয় ২৪

করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজির এবং বানিয়াচং উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হন। করোনা পরিস্থিতিতে তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, জেলা প্রশাসক আক্রান্ত হওয়ার পর তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য গতকাল সোমবার পুনরায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। এর আগে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
এদিকে, জেলা প্রশাসকের করোনা শনাক্ত হলেও তিনি বিভিন্নভাবে দাপ্তরিক কাজ কর্মের দিক নির্দেশনা দিয়ে আসছেন বলে জানিয়েছেন তারা সহকর্মীরা।