লোকালয় ২৪

করোনার মধ্যেই কঙ্গোতে মহামারি রূপে ইবোলা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  দুই বছরও কাটলো না। আবারো মারণ ভাইরাস ইবোলা হানা দিলো আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। একে তো করোনা, তারওপর ইবোলা; দুই ভাইরাসের কারণে দিশেহারা দেশটি।

সোমবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগন্দো জানায়, এমবান্দাকায় চার জন মারা গেছেন। যাদেরকে শরীরে ইবোলা ভাইরাস পাওয়া গেছে। খবর দ্য টেলিগ্রাফ

ভয়াবহ মারণ ক্ষমতাসম্পন্ন ইবোলার লক্ষণ প্রচণ্ড জ্বর, মারাত্মক বমি ও পেটের গোলমাল। আক্রান্ত ব্যক্তির শরীরের তরলের সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস সংক্রমিত হয়।

২০১৮ সালের অগাস্টে পূর্ব ডিআরসি-র উগান্ডা সীমান্তে এই ভাইরাস হানা দেয়, এখনও সারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তিন হাজার ৪০৬ জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে দুই হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে।

কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগন্দো বলেন, আবারো এমবান্দাকায় ইবোলা ভাইরাস মহমারি আকারে ছড়িয়ে পড়েছে। আমরা খুব দ্রুত সেখানে ভ্যাকসিন এবং ওষুধ পাঠানোর চেষ্টা করছি।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, কঙ্গোতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০ জন। মারা গেছেন ৭২ জন।