লোকালয় ২৪

কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে টাইগাররা

লোকালয় নিউজ :  গত দুই দিনের মতো আজও হতাশার বোলিং বাংলাদেশের। তাতে প্রথম ইনিংসে বিশাল স্কোর দাঁড় করিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। চা বিরতির কিছুক্ষণ পরে ৯ উইকেটে ৭১৩ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কান অধিনায়ক। প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে ২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ৭৩০ রানের ইনিংস খেলেছিল শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে ৫০০ এর উপরে রান করেও দারুণ চাপে বাংলাদেশ। হার বাঁচাতে লড়তে হবে সোয়া এক দিনের বেশি। যা খুবই কঠিন কাজ, শ্রীলঙ্কার টপ ক্লাস স্পিনারদের সামনে।

বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২ রান।

চট্টগ্রাম টেস্টে গতকাল তিন উইকেট হারিয়ে ৫০৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ সকালে তারা আবার ব্যাট করতে নামে। গতকাল ৮৭ রান করে অপরাজিত থাকা রোশেন সিলভা আজ সেঞ্চুরি তুলে নেন। শুক্রবার ব্যক্তিগত ৩৭ রানে অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল আজ ৮৭ রান করে আউট হন। ৬২ রান করেন নিরোশান ডিকওয়েলা।

গতকাল ১৯৬ রান করে আউট হয়েছিলেন কুসল মেন্ডিস। ১৭৩ রান করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার যে নয়টি উইকেটের পতন হয়েছে তার মধ্যে তাইজুল ইসলাম ৪টি, মেহেদী হাসান মিরাজ ৩টি, সানজামুল ইসলাম ১টি ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।