বিনোদন ডেস্ক : জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসবেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে চলতি মাসেই এ সফর হওয়ার কথা রয়েছে। সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঢাকা আসছেন জোলি।
২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিকতারও প্রশংসা করেন তিনি। সে বছরের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন জোলি।
মিয়ানমার সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান শুরু করলে প্রায় পৌনে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। ২০১৭ সালেই মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেন হলিউডের এ অভিনেত্রী।