কক্সবাজার প্রতিনিধি- কক্সবাজারে মহেশখালীতে দোকানির ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬আগস্ট) সকালে উপজেলার ছোটমহেশখালীর মুদির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুল করিম প্রকাশ কালামিয়া (৩৫)। তিনি এখই এলাকার কালুমিয়ার পুত্র বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নাস্তার দোকানদার আবদু শুক্করের দোকানে চা-নাস্তা খেয়ে পাঁচ টাকার কম-বেশি বিল নিয়ে দোকানদার আবদু শুক্কুর ও নিহত কালামিয়ার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দোকানে থাকা ছুরি দিয়ে দোকানদার আবদু শুক্কুর কালামিয়ার পেটে আঘাত করে। এতে মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনার খবর পাওয়ার পর ঘাতককে গ্রেফতার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।