আগের ম্যাচে শতক হাঁকিয়ে মার্কাস ট্রেসকোথিকের পাশে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন– জো রুট। এবার, ১৩ সেঞ্চুরিতে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতকে মাঝারি স্কোরে থামিয়ে দেন ডেভিড উইলি ও আদিল রশিদ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। দলের হয়ে বিরাট কোহলি করেন সর্বোচ্চ ৭১ রান। এছাড়াও ধাওয়ান ৪৪ ও ধোনি করেন ৪২ রান। উইলি ও রশিদ নেন ৩টি করে উইকেট। ৩০ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন জনি বেয়ারস্টো। জেমস ভিন্স রান আউট হওয়ার আগে করেন ২৭ রান। পরে, ৩য় উইকেটে অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটিতে ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেন রুট-মর্গ্যান। মর্গ্যান ৮৮ ও রুট ১০০ রানে থাকেন অপরাজিত।