সংবাদ শিরোনাম :
ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী
ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ করেছেন। তিনি চার দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন। এরপর সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এ সময় শেখ হাসিনা দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরাও ওমরাহ পালন করেন।

ত্রিদেশীয় সফরের প্রথমে জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহর আমন্ত্রণে ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে ১ জুন মক্কায় ওআইসির ১৪তম সম্মেলনে এশিয়া গ্রুপের পক্ষে বক্তব্য দেন।

সৌদি আরব সফরের তৃতীয় দিনে ২ জুন প্রধানমন্ত্রী পবিত্র মক্কা নগরীর মসজিদে নববিতে মহানবী হজরত মুহম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত করবেন। এই মসজিদে তিনি নামাজ আদায় করবেন।

সৌদি আরবে চার দিনের সফর শেষে আগামীকাল সোমবার শেখ হাসিনার ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com