ওবায়দুল কাদেরকে খুব দ্রুত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

ওবায়দুল কাদেরকে খুব দ্রুত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

ওবায়দুল কাদেরকে খুব দ্রুত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
ওবায়দুল কাদেরকে খুব দ্রুত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

ঢাকা- ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দ্রুত সময়ের মধ্যে (সম্ভব হলে এক ঘণ্টা) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

সোমবার (০৪ মার্চ) দুপুরে কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর সাংবাদিকদের এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে। গতকাল সন্ধ্যা থেকে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের একটি চিকিৎসক প্রতিনিধি দলও এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন।

কনক কান্তি জানান, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে বলেও জানান তিনি।

কনক কা‌ন্তি বড়ুয়া ব‌লে‌ন, আমরা সিদ্ধান্ত নি‌য়েছি। আগামী এক ঘণ্টার ম‌ধ্যে তা‌কে সিঙ্গাপুর নি‌য়ে যাওয়া হ‌বে। আমা‌দের পক্ষ থে‌কে সব ধর‌নের প্রস্ততি নেয়া হ‌য়ে‌ছে। স‌র্বোচ্চ এক ঘণ্টা সময় লাগ‌বে।

একই ব্রিফিংয়ে কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, ‘ওবায়দুল কাদের গতকালকের চেয়ে ভালো আছে।’

এর আগে সোমবার দুপুর দেড় টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আসেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় বিএসএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানই দেবী শেঠীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com