লোকালয় ২৪

ওঝার ঝাড়ফুঁকে নামল না সাপের বিষ!

লোকালয় ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাপের ছোবলে মারা গেছেন ফরহাদ মোল্লা (১৮) নামের এক তরুণ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাঠে গরু চরাতে গেলে তাঁকে সাপে কামড় দেয়। পরে আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে মারা যান তিনি। সাপে কামড় দেওয়ার পর ওই তরুণকে চিকিৎসকের কাছে না নিয়ে ওঝার কাছে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

মারা যাওয়া ফরহাদ চরভদ্রাসন সদর ইউনিয়নের গোপালপুর চর এলাকার লাল মোল্লার ছেলে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন ফরহাদ।

ফরহাদের ভগ্নিপতি সদর ইউনিয়নের বাদুল্লাহ মাতুব্বরেরডাঙ্গী গ্রামের বাসিন্দা মানিক শেখ জানান, গতকাল বেলা ১১টার দিকে মাঠ গরু চরাতে গেলে সাপ কামড় দেয় তাঁকে। পরিবারের সদস্যরা এক ওঝার কাছে এনে ঝাড়ফুঁক দেন। একটু সুস্থ হওয়ার পর ‘বিষ নেই’ জেনে তাঁরা ফরহাদকে বাড়িতে নিয়ে আসেন। এরপর দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ফরহাদ। এর এক ঘণ্টা পর আজ ভোররাত চারটার দিকে তিনি মারা যান।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বাদল আমিন বলেন, ‘সাপে কাটার পর ফরহাদের শরীরে যেসব উপসর্গ দেখা যায়, তার সঙ্গে চন্দ্রবোড়া সাপে কাটা রোগীর যথেষ্ট মিল ছিল। আমিসহ স্থানীয় দুই সাংবাদিক খুব চেষ্টা করেছিলাম ফরহাদকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। কিন্তু তার পরিবারের কেউ রাজি হয়নি।’

গত বছর গোপালপুর চরে সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে।