সংবাদ শিরোনাম :
ওজনে বিক্রি হচ্ছে কোরবানির পশু!

ওজনে বিক্রি হচ্ছে কোরবানির পশু!

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে কোরবানির পশু ওজনে বেচাকেনা। এতে ক্রেতাদের হাটে যাওয়ার ঝক্কিঝামেলা পোহাতে হচ্ছে না। তারা সহজেই খামার থেকে গরু কিনতে পারছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ওজনে পশু বেচাকেনায় কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন আলেমরা।

গত বছর এই পদ্ধতিতে কয়েকটি খামার থেকে পশু কিনেছিলেন ক্রেতারা। জনপ্রিয়তা বাড়ায় এবার খামারের সংখ্যা বেড়েছে।

শহরের বন্দর-দোলপাড়াসহ বিভিন্ন এলাকায় গেলে চোখে পড়বে এমন খামার। বিক্রেতারা বলছেন, হাটে গিয়ে পছন্দমতো গরু কিনতে থাকে নানা ধকল। দরদাম নিয়েও বাকবিতণ্ডায় জড়াতে হয়। তবে খামারে ওজনে পশু কেনাবেচায় সেই ঝামেলা নেই বলে দাবি খামারীদের।

৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি সাইজের গরু। আর বড় গরু বেচাকেনা হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। ক্রেতারা বলছেন, এতে বাজেট অনুয়ায়ী পছন্দমতো পশু কেনা সহজ হয়েছে। এই পদ্ধতিকে তাই সাধুবাদ জানিয়েছে অনেকে।

ইসলামী চিন্তাবিদরা বলছেন, ওজনে কোরবানির পশু কেনায় ধর্মীয়ভাবে কোনো বিধিনিষেধ নেই। তাই, যে কেউ চাইলেই এভাবে গরু কিনতে পারবেন।

ঝক্কিঝামেলা এড়াতে তাই অনেকেই যাচ্ছেন খামারগুলোতে। তবে ঈদ ঘনিয়ে আসলে চাপ বাড়বে বলে বিশ্বাস খামারীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com