সংবাদ শিরোনাম :
ওআইসি সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

ওআইসি সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

ওআইসি সভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বাংলাদেশের

লোকালয় ডেস্ক- তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলন সংস্থা-ওআইসির নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

শুক্রবার (২২ মার্চ) এ সভায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী ইসলামভীতি দূর ও আন্তধর্মীয় সম্প্রীতি ছড়িয়ে দিতে বাংলাদেশের সবাইকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে মুসলিমদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ জরুরি বৈঠকের আয়োজন করে ওআইসি। গত ১৫ মার্চের ওই হামলায় অন্তত ৫০ মুসল্লির ‍মৃত্যু হয়। আহত হয় ৬০ জনের বেশি।

ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসির সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

সন্ত্রাসবাদ, ইসলামভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ জরুরি বৈঠক শেষ হয়।

ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com