সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব

ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব

ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব

রিয়াধ: আরও এক ঐতিহাসিক সংস্কারের পথে সৌদি আরব৷ আকাশ পথে ডানা মেলবেন আরব মহিলারা। এবার সৌদি মহিলাদের বিমান চালানোর ক্ষেত্রে ছাড়পত্র মিলবে দ্রুত৷ সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে৷

 

দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজ জানাচ্ছে এই খবর৷ রিপোর্টে বলা হয়েছে, শতাধিক মহিলা বিমান চালানোর জন্য প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়েছেন৷ তাঁরা আবেদনপত্র পূরণ করেছেন৷

 

আরব সরকারের এই ভূমিকায় তীব্র সাড়া পড়েছে মধ্য প্রাচ্যে৷ গালফ নিউজ জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে৷ অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমি নামে প্রশিক্ষণ কেন্দ্রে আরব মহিলাদের প্লেন চালানোর শিক্ষা দেওয়া হবে৷ সংস্থার পরিচালক জানিয়েছেন, তিন বছরের কোর্স শেষ করার পর সৌদি মহিলারা বিমান চালানো ছাড়পত্র পাবেন৷ এক মাস আগেই আরব মহিলাদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে৷ তারপরেই এল বিমান চালানোর জন্য সুযোগ৷

 

সৌদি আরবের সংস্কারমূলক কাজ কর্মে গতি এসেছে দেশটির ভবিষ্যৎ বাদশা তথা বর্তমান যুবরাজ মহমম্দ বিন সলমনের কয়েকটি সিদ্ধান্তে৷ কড়া ইসলামিক আইনে এই দেশের মহিলারা বহু ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন৷ সেই নিয়মের পরিবর্তন ঘটানোর কাজ শুরু হয়েছে৷ সৌদি আরবের এই ভূমিকায় পারস্য উপসাগরীয় দেশগুলিতে পড়েছে সাড়া৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com