ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের
ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানির আয়োজন করতে চাইছে, সেটিকে ‘গণতামাশা’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব।’

সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।

গণশুনানির জন্য কোনো হল পাওয়া যাচ্ছে না বলে জাতীয় ঐক্যফ্রন্ট যে অভিযোগ করেছে, সে সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গণশুনানি করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান তো আছেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। বিরোধীদল না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। কোনো ভুল করে থাকলে বিরোধীদলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।’

মহাজোটের শরিকদের সমালোচনা সরকার কিভাবে নিচ্ছে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটি দরকার। এ সমালোচনা সংসদের বাইরের গণতন্ত্রে ইতিবাচক।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার একটি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ  করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com