লোকালয় ২৪

এ যেন দেখা্র কেউ নেই! উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

নাসিম তালুকদার : চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ‍শিংপাড়া গ্রামের রাস্তার বেহার অবস্থা। এ যেন দেখার কেউ নেই! খোয়াই নদীর ব্রীজ থেকে জাটাই বাড়ি পর্যন্ত রাস্তার বেহা্ল অবস্থা ।

এই রাস্তা দিয়ে প্রতিদিন চার-পাঁচ হাজার মানুষ যাতায়াত করে ,এটি গ্রামের  যাতায়াতের একমাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী স্কুলে যায়, বর্তমানে এই রাস্তার অবস্থা খুব খারাপ।ঘটছে নানা দূর্ঘটনা। অতীতে অনেক চেয়ারম্যান মেম্বার প্রতিশ্রুতি দিলেও তোর কোনো বাস্তবায়ন হয় নাই ।নির্বাচনের আসলেই তারা বলে যে নির্বাচনে জয়লাভ করলে রাস্তা করে দিবে কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। খুবই দুঃখজনক ব্যাপার যে হাজার খানেক মানুষের একমা্ত্র যাতায়াতের রাস্তা এটি। বৃষ্টির দিনে এই রাস্তা চলাচলের অনোপযোগী হয়ে যায়। তখন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। কোনো ব্যাক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে যাওয়া দুস্কর ব্যাপার হয়ে পড়ে।রাস্তাটি যেন আশু সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী। এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।