লোকালয় ডেস্কঃ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে হবিগঞ্জ জেলা। এ জেলায় পাশের হার ৭২.৭৩ শতাংশ।
রোববার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট শিক্ষা বোর্ডের কবীর আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে সিলেট জেলা। জেলায় পাশের হার ৮০. ৯৬ শতাংশ। হবিগঞ্জে পাশের হার সবচেয়ে কম। এ জেলায় পাশের হার ৭২.৭৩ শতাংশ। আর সুনামগঞ্জে পাশের হার ৭৮.৬০ এবং মৌলভীবাজারে পাশের হার ৮০. ৮৮ শতাংশ।
এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।