লোকালয় ডেস্কঃ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সোমবার সকালে সিএমএইচ থেকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
এছাড়া জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়েও তার ব্রিফ করার কথা রয়েছে।
জিএম কাদের বলেন, ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ল্যান্সের ইনফেকশন কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু কিডনি সমস্যা অপরিবর্তিত রয়েছে। সেটার চিকিৎসা চলছে।