এমবিবিএস পরিচয়ে চিকিৎসা করছেন ১০ বছর ধরে

এমবিবিএস পরিচয়ে চিকিৎসা করছেন ১০ বছর ধরে

এমবিবিএস পরিচয়ে চিকিৎসা করছেন ১০ বছর ধরে
এমবিবিএস পরিচয়ে চিকিৎসা করছেন ১০ বছর ধরে

লোকালয় ডেস্কঃ পড়াশোনা করেছেন কেবল এসএসসি পর্যন্ত। কিন্তু পরিচয় দিতেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা চিকিৎসক বলে। এই পরিচয়েই চিকিৎসক হিসেবে কাজ করছেন ১০ বছর ধরে। গতকাল সোমবার গভীর রাতে সাভারের আশুলিয়া থেকে এই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

ভুয়া ওই চিকিৎসকের নাম মোল্লা শামসুদ্দিন আহমেদ (৪৮)। তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, মোল্লা শামসুদ্দিন আহমেদ এসএসসি পর্যন্ত পড়লেও নিজেকে পরিচয় দিতেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। অত্যন্ত চতুর ব্যক্তি শামসুদ্দিন ব্যবহার করতেন অন্য এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর। সাভারের আধুনিক হাসপাতাল ও আশুলিয়ার সেবা ডায়াগনস্টিক সেন্টারে নিজস্ব চেম্বার নিয়ে চিকিৎসা দিতেন। এমনকি দুটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মেডিকেল অফিসার হিসেবে কাজ করতেন এই ভুয়া চিকিৎসক।

সারওয়ার আলম বলেন, চিকিৎসক না হয়েও ১০ বছর ধরে চিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছিলেন শামসুদ্দিন। ভুয়া এই চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com