লোকালয় ডেস্কঃ ৩০ তারিখের নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহির এমপির পক্ষে প্রতিদিনের ন্যায় গণংযোগ অব্যাহত রেখেছেন মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। গতকাল তারা সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ৮টি গ্রামে গণসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে তারা বিগত ১০ বছরে আবু জাহির এমপির ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন এবং হবিগঞ্জ এগিয়ে নিতে তার পরিকল্পনা জানান। এ সময় ওই এলাকার নারীরা তাদের গণসংযোগে ব্যাপক সারা দেন এবং নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার করেন।
গণসংযোগ এবং নির্বাচনী সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য ফতেমাতুজ জোহরা রিনা, সেলিনা বেগম চৌধুরী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেবা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মেহেরুন নেছা মজু, হাবিবা আক্তার, নিপা আক্তার, শেফা আক্তার, শারমিন চৌধুরী, জেরিন মাহমুদ, এডভোকেট শারমিন সুমন, শেফা আক্তার, আয়েশা খানম রানি, শিরিন চৌধুরী, শিরিন আক্তার, ঝুমা বেগম, পারুল বেগম, তমা বেগম, খালেদা, মুক্তা বেগম, খুদেজা বেগম, তাহমিনা বেগম, মাসুদা আক্তার, শিউলী আক্তার, কামরুন্নাহার, রুমি আক্তারসহ মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।