এমন দিনে মন ভালো করার মতো সংবাদ এটা

এমন দিনে মন ভালো করার মতো সংবাদ এটা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  চিত্রনায়িকা জয়া আহসানের জনপ্রিয়তা বাংলাদেশের মতো কলকাতাতেও কম নয়। বেশ কয়েক বছর ধরে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় সফলতার সঙ্গে দেখা গেছে তাকে। সফলতার ঝুড়িতে জমা হয়েছে বেশ কয়েকটি পুরস্কারও। বিশ্বজুড়ে করোনার প্রভাবে যখন বিনোদন দুনিয়া স্থগিত তখন নতুন সফলতার খবরে এলেন জয়া। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’।

বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন।

সম্প্রতি তারা ঘোষণা করেছে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। মূলত এফআইপিআরইএসসিআই, ইন্ডিয়া আয়োজিত ‘গ্র্যান্ডপ্রিক্স’-এর গ্র্যান্ড ফিনালেতে স্থান পাওয়া চলচ্চিত্র এগুলো। আর এতে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’ ছবিটি। এছড়াও রয়েছে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’।

কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং হয়। জয়া বলেন, ‘এটি অবশ্যই ভালোলাগার একটি বিষয়। এমন দিনে মন ভালো করার মতো সংবাদ এটা। শিগগিরই সেরা সিনেমার নাম ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com