লোকালয় ২৪

এভিয়েশন খাতের উন্নয়নে সরকার সহযোগিতা করবে: বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

এভিয়েশন খাতের উন্নয়নে সরকার সহযোগিতা করবে: বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

লোকালয় ডেস্কঃ এভিয়েশন খাতের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। রবিবার  (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সংস্থার সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘বেসরকারি বিমান পরিবহন খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। সরকারের সহায়তা পেলে এই খাতের ভূমিকা আরও বাড়বে।’

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান পরিবহন সেবার মানোন্নয়ন করা হলে তা বাংলাদেশের পর্যটনের উন্নয়নেও ভূমিকা রাখবে। বেসরকারি খাতের বিমান পরিবহন সংস্থাগুলোর উন্নয়নে বিমান পরিবহন খাতে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করবে, যা  সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।’

মো. মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিমান পরিবহন খাত ও পর্যটন খাতের উন্নয়নে খুবই আন্তরিক। তার দিকনির্দেশনা মোতাবেক এ খাতের উন্নয়নে সবকাজ সম্পন্ন করা হবে।’