খেলাধুলা ডেস্কঃ প্রিয় তারকার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে শরীরে ট্যাটু করা, চুল কাঁটা ইত্যাদি বিশ্বজুড়ে অহরহই দেখা যাচ্ছে। কিন্তু কোনো ভক্ত তার প্রিয় তারকার জন্য পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে তার জার্সি মেলে ধরবেন, এমনটা কেউ ভেবেছেন কখনো?
লিওনেল মেসির জন্য এমন অভাবনীয় এক কাণ্ডই করে বসলেন এক ভক্ত। তার নাম দান জেনলুউবো। গত ১৮ মে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে মেসির নাম ও নম্বরসম্বলিত আর্জেন্টিনার জার্সিসহ ছবি তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন চীনের নাগরিক জেনলুউবো। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় তাকে নিয়ে তুমুল আলোচনা।
ওই আলোচনার রেশ ছুয়ে যায় মেসিকেও। ভক্তের এমন কাণ্ডের কথা জানতে পেরে রীতিমত বিস্মিত হয়ে যান আর্জেন্টাইন প্রাণভোমরা। পরবর্তী সময়ে নিজের এমন পাগল ভক্তকে ধন্যবাদ ও সম্মান জানাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জেনলুউবোর ওই ছবিটি পোস্ট করেন মেসি।
ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।’
ওই পোস্টের নিচে হাজারো কমেন্টে জেনলুউবোর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন মেসির অন্য ভক্তরা।
Leave a Reply