আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব এক্সপো ২০২০-এর জন্য বিশ্বব্যাপী নির্মাণ প্রকল্পগুলি তৈরী করছে দুবাই। কাজটি যে খুব সক্রিয় ভাবে চলছে তার প্রমান পাওয়া গেল।
দুবাইতেই হতে চলেছে ৫৫০ মিটারের বুর্জ জুমাইরা নামে এই টাওয়ার। এটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকেও লম্বা। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা দুবাই হোল্ডিং তথ্যটি প্রকাশ করেছে।
বুর্জ জুমেইরা অবস্থিত দুবাইয়ের আল সুফুহ’র কাছাকাছি। এর প্রথম ভাগ তৈরী হবে ২০২৩ সালের মধ্যে। বুর্জ জুমেইরার ডিজাইনটি দুবাই হোল্ডিং অনুসারে মরুভূমির বালিয়াড়ি দ্বারা করা হয়েছে। এখানে বিশ্রাম নেওয়ার ঘর এবং রেস্টুরেন্টের সাথে ১৪৭৬ ফুট (৪৫০ মিটার) একটি প্ল্যাটফর্ম থাকবে। এছাড়াও একটি পর্যবেক্ষণ ডেক থাকবে যেটি শহর জুড়ে ৩৬০ ডিগ্রী দৃশ্য ধারণ করবে।
প্রসঙ্গত, পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন বুর্জ খলিফাও আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এটির উচ্চতা ৮২৮ মিটার (২,৭১৭ ফুট)। “বুর্জ খলিফার” নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ খ্রিস্টাব্দে, আর কাজ শেষ হয় ২০০৯ খ্রিস্টাব্দে। এটি তৈরীতে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে।
এই ভবনে ১,০৪৪টি বাসা (এপার্টমেন্ট) আছে; ৪৩তম এবং ৭৬তম তলায় আছে দুটি সুইমিং পুল। আরো আছে ১৬০ কক্ষবিশিষ্ট একটি হোটেল। ১২৪তম তলায় দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এ ভবনে সংস্থাপিত কোনো কোনো লিফটের গতিবেগ ঘণ্টায় ৪০ মাইল।