লোকালয় ডেস্কঃ এবার রাইদা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় পা থেতলে গেছে অপর এক বাসচালকের। মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। গুরতর আহত ওই বাস চালকের নাম ইসমাইল হোসেন (৪৭)। তার বাড়ি ভোলা জেলা সদরের দক্ষিণ বালিয়া গ্রামে। বাবার নাম কলম শরিফ।
তিনি রাজধানীতে চলাচল করা অনাবিল পরিবহনের বাসচালক। ইসমাইল নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইঘর এলাকায় থাকতেন। ঘটনার দিন তিনি ডিউটি শেষ করে নারায়ণগঞ্জ ভুঁইঘর এলাকায় তার বাসায় ফিরছিলেন।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাস্তা পার হওয়ার সময় যাত্রাবাড়ী মোড়ে রাইদা পরিবহনের বাসটি ইসমাইল হোসেনের বাম পা পিষ্ট করে। পরে মুমূর্ষু অবস্থায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
বাচ্চু মিয়া বলেন, ঢামেকের জরুরি বিভাগে ইসমাইলের চিকিৎসা চলছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ কারণে তাকে হয়তো পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।