ঢাকা- নির্বাচনকে সামনে রেখে থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেওয়ার পর এবাব টু’জিও বন্ধ করে দিয়েছে সরকার। দেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়ায় ব্যবহারকারীরা বিপাকে পড়েছেন।
রোববার একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে এই উদ্যোগ কার্যকর করেছে সরকার।
গত দুই দিন আগে জাতীয় নির্বাচনকে সামনে রাখে থ্রিজি ও ফেরজি বন্ধ করে দেয়া হয়। যেখানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।
যদিও বন্ধের ৮ ঘন্টা পরই চালু করে দেওয়া হয় থ্রিজি ও ফোরজি ই্ন্টারনেট যা গতকাল শনিবার বিকেল পর্যন্ত চলমান থাকে। এরপর আবার বন্ধ করে দেওয়া হয়। তবে টু জি সেবা চালু ছিল।
একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন এবং রাত ১১টার পর থেকে টু জি ইন্টারনেটও বন্ধ রয়েছে।
ইন্টারনেট বন্ধের কারণ ব্যাখ্যায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।