ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এখন টি-টোয়েন্টি ফেরি করে বেড়াচ্ছেন।
যেখানে ডাক পাচ্ছেন সেখানে গিয়ে খেলছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। আইপিএল নিয়মিত খেলছেন। খেলেছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্টও। বিপিএল, পিএসএলের পর এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান।
আগামী মৌসুমে মিডলসেক্সের হয়ে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার জন্য এরই মধ্যে চুক্তি করেছেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসবে বলে জানিয়েছে গণমাধ্যমটি।
জুলাইয়ের মাঝামাঝিতে ইংল্যান্ডে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শেষ মৌসুম ভালো জায়নি মিডলসেক্সের। ১৪ ম্যাচে মাত্র দুটিতে তারা জিতেছিল। নিজেদের গ্রুপে তলানিতে থেকে লিগ শেষ করেছিল তারা। এবার শিরোপা নিশ্চিত করতে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মিডলসেক্স।
টি-টোয়েন্টি ক্রিকেটে ডি ভিলিয়ার্স মানেই রানের ফুলঝুরি। ২৭২ টি-টোয়েন্টি ম্যাচে এরই মধ্যে ৭৩১৬ রান করেছেন ডি ভিলিয়ার্স। আইপিএল, বিপিএল মাতানোর পর পিএসএলেও দ্যুতি ছড়াচ্ছেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার।
Leave a Reply