লোকালয় ২৪

এবার ছাড় নয় কঠিন ব্যবস্থা নেয়া হবেঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

এবার ছাড় নয় কঠিন ব্যবস্থা নেয়া হবেঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

লোকালয় ডেস্কঃ শুক্রবার সকালে বনানীর এফ আর টাওয়ারের দূর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, এটা দূর্ঘটনা নয় হত্যাকাণ্ড, অতীতের মতো ছাড় নয় কঠিন ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন বলেন, ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত নকশার বাইরে যেসকল ভবন তৈরী করা হয়েছে সেগুলোর জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে তাদের বিরূদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের ২২ তলা একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।