বিনোদন ডেস্ক-: আবারও গান গেয়ে সবাইকে চমকে দিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
ররিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে গান পরিবেশ করেন তিনি।
গানের শুরুতেই তিনি বলেন, ‘আজ থেকে ১০ বছর আগে আমাকে গান গাওয়ার সাহস দিয়েছিলেন শুভ্রদেব। এখন আমি শিল্পী হয়ে গেছি।’ এ সময় স্টেজে উপস্থিত ছিলেন শুভ্রদেব। তার কাছে কৃতজ্ঞতা শিকার করে গান গাইতে শুরু করলেন মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘যারা ভালোবাসার মানুষকে মনের কথা বলতে পারছেন না তাদের জন্য আমার এ গান।’ এরপর তোমার চোখে দু’চোখ রেখে পড়ে না চোখের পাতা। কত ভালোবাসি তোমায় জানো কি তা’ এমনই কথার একটি গান গেয়ে শোনান মাহফুজুর রহমান। হাত তালিতে বেজে ওঠে হলরুম। এরপর আরও একটি গান গাইলেন মাহফুজুর রহমান।
এই গানটি গাওয়ার সময় বললেন, এবারের গানটি প্রেমিকাকে খুশি করার জন্য। পরের গানটির কথাগুলো ছিল এমন ‘ইচ্ছে করে দু’চোখ ভরে শুধু তোমাকে দেখতে।’
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এটিএন বাংলা। অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন ডিজে সনিকা ও আরজে নীরব।
এবারের আসরের চ্যাম্পিয়ন হন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া প্রথম রানার্স আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার্স আপ নাজিবা বুশরা।
Leave a Reply