আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়া সরকার দেশটির উত্তরপূর্বে একটি স্কুলে বোকো হারামের হামলার ঘটনায় ১১০ বালিকার নিখোঁজ হওয়ার খবর রবিবার নিশ্চিত করেছে।
এসব শিশুর পরিণতির কথা চিন্তা করে কয়েকদিন নীরব থাকার পর একথা খবর নিশ্চিত করা হলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাইজেরিয়ার ইউবে রাজ্যের দাপচি এলাকার সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ১১০ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে এবং এখন পর্যন্ত এসব শিক্ষার্থীর কোন সন্ধান পাওয়া যায়নি।
সোমবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে বোকো হারামের একটি অংশের হামলার পর তারা নিখোঁজ হয়।’
নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজ ল্যাই মোহাম্মদ ১১০ শিক্ষার্থীর নিখোঁজের সত্যতা স্বীকার করেছেন দেশটির সংবাদ সংস্থা নাইজেরিয়ান নিউজ এজেন্সি(ন্যান) এর কাছে।
মন্ত্রণালয় জানায়, ওই বিদ্যালয়ের ৯০৬ শিক্ষার্থীর মধ্যে ১১০ শিক্ষার্থীর খোঁজ পেতে ব্যর্থ হওয়ার পর এমন বিবৃতি দেয়া হলো। খবর আল জাজিরা।