আন্তর্জাতিক ডেস্ক: বেশকিছু দিন ধরেই যখন পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি অস্ত্র কেনা নিয়ে এক ধরনের স্নায়ু উত্তেজনা চলছে তখন ভরতকে সার্জিক্যাল হামলা হুমকি দিল পাকিস্তান। শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বললেন, ‘ভারত পাকিস্তানে একবার সার্জিক্যাল হামলা করলে, জবাবে পাকিস্তান দশবার হামলা করবে।’
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সুচ ও জিইও টিভির খবরে বলা হয়, শনিবার লন্ডনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাকিস্তান আইএসপিআর প্রধান। সেখানে তিনি বলেন, ‘পাকিস্তানের সামরিক শক্তিকে ভেদ করা সম্ভব নয়।’
চায়না-পাকিস্তান ইকোনোমিক কোরিডর (সিপিইসি) সম্পর্কে পাকিস্তান সামরিক বাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘এই প্রজেক্ট পাকিস্তানের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আমাদের সেনারা এই প্রোজেক্টের ব্যাপারে যতরকম সহযোগিতা ও নিরাপত্তা প্রয়োজন তা দেবে।’
পাকিস্তান দিনদিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে মন্তব্য করে আসিফ গফুর বলেন, ‘গতকালের চেয়ে আজ পাকিস্তানের অর্থনীতি অনেক এগিয়েছে। ’
জাতীয় নির্বাচনে পাকিস্তান সেনাবাহিনীর হস্তক্ষেপ অস্বীকার করে আইএসপিআর প্রধান বলেন, ‘যে যতই অভিযোগ করুন সমস্যা নেই, কিন্তু তার পেছনে বস্তুনিষ্ঠ প্রমান নিয়ে আসুন।’ গেলো নির্বাচনে পাকিস্তানের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা।