আন্তর্জাতিক ডেস্ক : শামুক জাতীয় ছোট্ট একটি পোকার কারণে আটকে থাকতে হলো ২৬টি ট্রেনকে। ফলশ্রুতিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে জাপানের ১২ হাজার যাত্রীকে। রোববার জাপানের একটি রেলওয়ে অপারেটর এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ জাপানে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান কিউশু রেলওয়ে কোম্পানি জানিয়েছে, গত ৩০ মে বিদ্যুত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় তারা। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় ১২ হাজার যাত্রীকে। একইসঙ্গে অন্যান্য সেবা প্রদানেও দেরি হয়। এর কয়েক সপ্তাহ পরে এ ঘটনার জন্য যে দায়ী তার খোঁজ পায় কর্তৃপক্ষ। এই অপরাধী হচ্ছে ছোট্ট একটি শামুক। শামুকটি রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি অবস্থিত একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছিল। এর ফলে যন্ত্রটিতে শটসার্কিট হয় এবং রেলওয়ের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
কিউশু রেলওয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যে যন্ত্রটির কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল আমরা সেটি সনাক্ত করতে সক্ষম হই। আমরা প্রথমে ভেবেছিলাম যান্ত্রিক ত্রুটি। কিন্তু শেষ পর্যন্ত বের হলো মৃত শামুক।’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শর্টসার্কিটে শামুকটি পুড়ে মারা গিয়েছিল।
ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রায়ই চলন্ত ট্রেনে হরিণ কাটা পড়ার মতো সমস্যায় ভুগতে হয়। তবে শামুক নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি।’
Leave a Reply