এক মাসে চারবার বেড়ে স্বর্ণের দাম ৫৮ হাজার টাকা ভরি!

এক মাসে চারবার বেড়ে স্বর্ণের দাম ৫৮ হাজার টাকা ভরি!

এক মাসে চারবার বেড়ে স্বর্ণের দাম ৫৮ হাজার টাকা ভরি!
এক মাসে চারবার বেড়ে স্বর্ণের দাম ৫৮ হাজার টাকা ভরি!

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ছে। এ নিয়ে এক মাসে চতুর্থবারের মতো নতুন করে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়ে স্বর্ণের দাম ৫৮হাজার ২৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দর ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দর ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ সিদ্ধান্তের কথা জানায়। আজ মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।

সোমবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হয়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ২৯ হাজার ১৬০ টাকা।

সর্বশেষ গত ১৯ আগস্ট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়। তার আগে ৮ আগস্ট এবং ৬ আগস্ট সব ধরনের স্বর্ণের দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল।

তার আগের মাসে গত ২৪ জুলাই আরেক দফা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তখনও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com