আন্তর্জাতিক ডেস্ক: মুদি দোকানে সওদা করে এক নারী খেয়াল করলেন যে তার কাছে টাকা নেই। তখন তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানের সামনেই ছিলেন। জাসিন্দা সেটি বুঝতে পেরে ওই নারীর সওদার সব টাকা পরিশোধ করে দিলেন।-খবর এএফপির
তবে ঘটনা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তিনি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, একটি বিপণিবিতানে কিউ প্রধানমন্ত্রীর সামনে এক নারী সওদা করার পর যখন অর্থ পরিশোধ করতে যাচ্ছিলেন, তখন খেয়াল করলেন তার মানিব্যাগটি নেই।
খুদে ব্লগ টুইটারে হেলেন বারনেস নামে এক নারী বলেন, বিপণিবিতানে আমার বন্ধু কেনাকাটার পর দেখলেন তিনি মানিব্যাগ আনতে ভুলে গেছেন। তখন তার সঙ্গে থাকা দুই শিশুসন্তানও চেঁচামেচি করছিলেন। আরডান সেটি খেয়াল করে দোকানের সব পাওনা মিটিয়ে দেন।
পরে গণমাধ্যম থেকে যখন তাকে প্রশ্ন করা হয়, কেন তিনি ওই নারীকে অর্থ দিয়ে সহায়তা করলেন? জবাবে আরডান বলেন, কারণ তিনি ছিলেন একজন মা।
৩৮ বছর বয়সী আরডান গত ফেব্রুয়ারিতে একটি কন্যাসন্তানের জন্ম দেন। যার নাম রাখা হয় নেভ। তিনি হলেন পৃথিবীর দ্বিতীয় নারী, যিনি প্রধানমন্ত্রী থাকাকালে সন্তান জন্ম দিয়েছেন।
পরে নিজের মেয়েকে সঙ্গে করে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও যোগ দিয়েছিলেন।
Leave a Reply