লোকালয় ২৪

এক টেস্টে তাইজুলের ১১ উইকেট, বাংলাদেশের টার্গেট ৩২১

এক টেস্টে তাইজুলের ১১ উইকেট, বাংলাদেশের টার্গেট ৩২১

খেলাধুলা ডেস্কঃ ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট ম্যাচে ১১ উইকেট নিলেন তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।  বল হাতে ২২ গজে তার ঘূর্ণি যাদু মুগ্ধতা ছড়াচ্ছে।

বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ম্যাচে ১১ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাইজুল। সবার আগে এ কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১২ উইকেট পেয়েছিলেন এনামুল।

পরের দুই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ২০১৪ সালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট এবং ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরাজ ঢাকায় ১২ উইকেট নিয়েছিলেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‍দুই ইনিংসে পাঁচটি পাঁচটি করে উইকেট নিয়ে দুবার এ কীর্তি গড়েছিলেন সাকিব।

এবার সেই তালিকায় নিজের নাম তুললেন তাইজুল। তার ঘূর্ণিতে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ লড়াই করছে বাংলাদেশ।