লোকালয় ২৪

একি বললেন ইমরান হাসমি!!

একি বললেন ইমরান হাসমি!!

বিনোদন ডেস্ক : বলিউডে তিনি ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিত। তাঁর অভিনীত বেশির ভাগ ছবিতেই বাড়তি আকর্ষণ হিসেবে থাকে চুম্বন। অবস্থা এমন দাঁড়িয়েছে, চুম্বন আর ইমরান হাশমির নাম যেন অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু নিজের সেই বিশেষ প্রতিভা আর রুপালি পর্দায় প্রদর্শন না করার সিদ্ধান্ত নিলেন ‘মার্ডার টু’ তারকা।

ব্যাপার কি? কিস এ না তাও ইমরান হাসমির। শুনে বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এমন কথা তিনি নিজেই বলেছেন। এক সাক্ষাত্‍কারে এই সিদ্ধান্তের কথা জানান অভিনেতা, ‘এখন থেকে ছবি প্রযোজনা করব। মাঝেমধ্যে অভিনয়ও করব। তবে আর চুমুর দৃশ্যে অভিনয় করব না। এমনকি আমার প্রযোজিত ছবিতেও চুমু একেবারেই নিষিদ্ধ। আমার মনে হয়, একজন প্রযোজক হিসেবে বিপুলসংখ্যক দর্শকের কথা মাথায় রাখা উচিত। এটা আসলে একটা গুরুদায়িত্বের মধ্যেই পড়ে। অতএব, আর নয় চুম্বন।’