লোকালয় ২৪

একজন জনবান্ধব পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

lokaloy24.com/

মোঃ সনজব আলীঃ পুলিশের কিছু সদস্য যারা নিজের-ডিপার্টমেন্টের সুনাম রক্ষায় দিন-রাত নিরলসভাবে কাজ করে পুলিশের ভাবমূর্তিকে জনতার মাঝে প্রশংসিত করে যাচ্ছেন। তাদেরই একজন টাঙ্গাইলের সন্তান হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা । পুলিশ জনতা, জনতাই পুলিশ তিনি তাঁর আচার-আচারণ, কথা-বার্তায় জনগনকে তা বুঝিয়ে দিচ্ছেন। তিনি পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাঁর মাঝে সে রকম কোন ভাব নেই। যিনি ধনী-গরীব বুঝেন না। তিনি শুধু বুঝেন তিনি জনগণের একজন সেবক। জনগনকে সেবা দেওয়াই যার লক্ষ্য। তিনি সকলের সাথে মিলে মিশে চলার চেষ্টা করেন। সদা হাস্যোজ্জল থাকেন। হবিগঞ্জে পুলিশ সুপারের পদে যোগদানের পর থেকে দাঙ্গা ও ক্রাইম জোনের আখড়া হিসাবে পরিচিত এই এলাকায় মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ নির্মূলে তার ভূমিকা প্রশংসনীয়। রেকর্ড সংখ্যাক মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের গ্রেফতার অভিযানে মেধা ও বুদ্ধির কারনে তিনি স্থানীয় বসতি ও সাধারন জনতার মাঝে আলোচনার স্থান দখল করে নিয়েছেন। বর্তমানে দাঙ্গা হাঙ্গামা খ্যাত এই এলাকায় ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেফতার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রসংশা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দূর্ভোগ দূর্দশা লাঘবের জন্য শহরে হকারমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত শহর উপহার দিয়ে হবিগঞ্জবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছেন। এইদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহাদের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক পুলিশ সুপার। খাদ্যসামগ্রী নিয়ে দিনরাত ছুটে চলেছেন তাদের বাড়ি বাড়ি। দুস্থ, অসহায় মানুষদের সেবা এবং উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে সাধারন মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সফলতার রহস্য জানতে চাইলে তিনি নিজস্ব উদ্যোগ,সাহস,মেধাকেই সব চেয়ে বেশি গুরুত্বারোপ করেন। সরকারের নির্দেশ বাস্তবায়ন আর দেশ প্রেমই তাকে বেশি উদ্বুদ্ধ করে বলে জানান তিনি। মাদক, বাল্য বিবাহ, দাঙ্গা-হাঙ্গামা, জঙ্গীবাদ এধরনের সকল সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড নির্মুলে ব্যক্তি পর্যায় থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান পুলিশের চৌকস এই কর্মকর্তা । তাহলেই সকলে মিলে মিশে একটা সুন্দর, অপরাধমুক্ত,শান্তিময় বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন তিনি। এছাড়া তিনি অত্যন্ত সৎ, বিচক্ষন, অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপোষহীন এক ব্যক্তি