লোকালয় ২৪

একই রসে চার মাস ধরে মিষ্টি তৈরি

একই রসে চার মাস ধরে মিষ্টি তৈরি

লোকালয় ডেস্কঃ পাবনা থেকে ছানা এনে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হতো ঠিকই, কিন্তু বিক্রির জন্য নিজস্ব কোন আউটলেট নেই। তবে বিক্রমপুর, ভাগ্যকূল, মুসলিম সুইটসসহ নাম করা ৮টি প্রতিষ্ঠানে মিষ্টি সরবরাহ করছিলো মিরপুরের ওই কারখানাটি।

আর সেই কারখানাতে চার মাস ধরে একই রস ব্যবহার করে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে সাড়ে তিন লাখ টাকা জরিমানাসহ কারখানাটি গিলগালা করা হয়।

শুক্রবার (০৮ জুন) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার ওই কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সারওয়ার আলম জানান, মিষ্টির কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের পাশাপাশি ৪ মাস ধরে একই রসে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ সময় ১১ মণ নষ্ট মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। এ অপরাধে সাড়ে ৩ লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়েছে।

একই অভিযানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ওই এলাকার চার মাংস বিক্রেতাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।