লোকালয় ২৪

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘সিলেট মুক্ত দিবস’উপলক্ষে আয়োজিত স্থানীয় বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নির্বাচন খেলায় বিএনপি অংশ নেবে না। নির্বাচন করতে হলে বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে গণঅভ্যূত্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘১০ টাকার চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় আসা সরকার ৭০ টাকা দরে চাল কিনতে বাধ্য করছে। দেশের সবখানে  দুর্নীতি, নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বর্হিবিশ্বের আমাদের সুনাম নষ্ট হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন দেশ প্রবেশ নিষিদ্ধ করে দেখিয়ে দিচ্ছে এই সরকার দমন পীড়নের সরকার। এই সরকার উৎখাত করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি, তাজউদ্দিন আহমদের কথা উচ্চারণ করা হয়নি, এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে আড়ালে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘১৬ ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে সেখানে শেখ মুজিব ছাড়া আর কারো নাম নেওয়া হয়নি। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু জোর করে ক্ষমতায় থাকা এ সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়।’

১৫ ডিসেম্বর সিলেট পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হওয়া উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের সময়ে সিলেট অঞ্চলের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।