লোকালয় ২৪

এই বিশ্বকাপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ম্যানুয়েল নয়্যার: মেসি

এই বিশ্বকাপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ম্যানুয়েল নয়্যার: মেসি

লোকালয় ডেস্কঃ বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা হিসেবে বিবেচিত লিওনেল মেসি। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি বিশ্বের বিভিন্ন গোলরক্ষকের বিপক্ষে খেলেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের মধ্যে থেকে সেরা তিনজনের নাম প্রকাশ করেছেন বার্সেলোনার এই আর্জেন্টাই স্ট্রাইকার।

এ প্রসঙ্গে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার বলেন, ‘সেরা গোলরক্ষক? আমি তো অনেকের বিপক্ষেই খেলেছি। কিন্তু কোনো একজনের নাম সুনির্দিষ্ট করে বলাটা খুব কঠিন। তবে বুফন (জিয়ানলুইজি) এবং নিউয়েরের (ম্যানুয়েল) নাম বলতে চাই। অনেকের নাম আমি জানি না তবে এই দু’জন সেরা।’

জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক বুফন আর বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষকের পর সাবেক রিয়াল মাদ্রিদের স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের নামও বলেছেন মেসি। তার মতে, ‘ক্যাসিয়াসও (ইকার) সেরা।’

রাশিয়া বিশ্বকাপের আগে গত বুধবার প্রস্তুতি ম্যাচে হাইতির মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন এলএম টেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সেই ম্যাচটা জেতে ৪-০ গোলের বড় ব্যবধানে।
রাশিয়া যাওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৯ জুন ইসরাইলের মুখোমুখি হবে মেসির দল।