চিত্র-বিচিত্র ডেস্ক : পিত্জা খেয়ে পুরস্কার হিসেবে প্রায় ৪১ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে। অফারটি অবশ্য আয়ারল্যান্ডের ডাবলিন এলাকার একটি পিত্জা আউটলেটের। বলা হয়েছে, ‘মনস্টার’ পিত্জাটি শেষ করতে পারলেই পাবেন পুরস্কার।
৩২ ইঞ্চি জায়ান্ট সাইজের পিত্জাটির অফার এনেছে পিনহেডস পিত্জা। এই পিত্জার সঙ্গে থাকছে দুটি মিল্কসেক। জায়ান্ট পিত্জাটি শেষ করার সঙ্গে সঙ্গে একচুমুকে মিল্কসেক দুটিও শেষ করতে হবে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, পিত্জা চ্যালেঞ্জটি কেউই জিততে পারবেন না, এমনই মনে করছেন পিত্জা আউটলেটের কর্মকর্তা। শুধু তা-ই নয়, বিষয়টি নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। আউটলেটের ওই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ চেষ্টা করেছেন। তবে চ্যালেঞ্জটি এখনো কেউ জিততে পারেননি।
পিত্জা চ্যালেঞ্জে অংশগ্রহণকারী এক ব্যক্তি জানান, আগেও এ ধরনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছি। কিন্তু এটা খুবই কঠিন। তবে জিততে পারি বা না পারি, জায়ান্ট পিত্জার স্বাদ নিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন।