লোকালয় ২৪

এই গাড়ির দামে কেনা যাবে কয়েকশ’ বাংলো!

এই গাড়ির দামে কেনা যাবে কয়েকশ’ বাংলো!

প্রযুক্তি ডেস্ক : এই গাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে। এর দাম একশ ২২ কোটি টাকা। জোন্ডা এইচপি বারশেট্টা। ২০১৮ সালের ২৩ জুলাই পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ছিল রোলস রয়েলসের ‘সোয়েপটেল’। এর দাম প্রায় ৯০ কোটি টাকা।

সম্প্রতি সোয়েপটেল-কে পেছনে ফেলে দিয়েছে পাগানির জোন্ডা এইচপি বারশেট্টা। এর দাম একশ ২২ কোটি টাকা। যে পরিমাণ অর্থে কেনা যাবে বিলাসবহুল প্রায় কয়েকশো বাংলো। ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হোরাশিও পাগানির ৬০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি তৈরি করা হয়।

ল্যাম্বরঘিনি ভেনেনো হলো সুপার স্পোর্টস কার। ২০১৩ সালে গাড়িটি বাজারে আসে। সর্বোচ্চ গতি তিনশ ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। গাড়িটির দাম প্রায় ৬৭ কোটি টাকা।

মার্সিডিজ বেঞ্জ মেব্যাক এক্সলেরো, হাই-পারফরম্যান্স স্পোর্টস কার। জার্মান প্রস্তুতকারক সংস্থা মেব্যাক-মোটোরেনবো গাড়িটি তৈরি করেছে। ২০০৫ সালে গাড়িটি বাজারে আসে। সর্বোচ্চ গতি ঘণ্টায় তিনশ ৫০ কিলোমিটার। গাড়িটির দাম ৫৬ কোটি টাকা।