লোকালয় ২৪

এইচএসসির ও সমমানের পরীক্ষার ফল ১৯ জুলাই

এইচএসসির ও সমমানের পরীক্ষার ফল ১৯ জুলাই

লোকালয় ডেস্কঃ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৯ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, ওই দিন সকাল ১০টায় গণভবনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে।

গত ২ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়ে গত মে মাসে শেষ হয়। এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন। ২ হাজার ৫৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার এই পরীক্ষা সামনে রেখে কিছু নতুন সিদ্ধান্তসহ মোট ১৬টি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা লটারি করে ঠিক করা, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করা ইত্যাদি। শেষ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হয়েছিল এই পরীক্ষা।