লোকালয় ২৪

উড়ন্ত বিমানে সন্তান প্রসব!

লোকালয় ডেস্ক :

ফ্রান্সের প্যারিস শহর থেকে নিউইয়র্ক যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরের উপরে তখন বিমানটি। ওই সময়ই প্রসব বেদনা ওঠে ৪১ বছর বয়সী এক নারীর। চিকিৎসকের খোঁজ পড়ে তখন বিমানেই। ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত সিজ হেমল ছিলেন ওই বিমানেই। ক্লিভল্যান্ড ক্লিনিকের গ্লিকম্যান ইউরোজিক্যাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ইউরোলজির ছাত্র তিনি। ওই নারীর বাচ্চা প্রসব করান তিনিই। ছেলে সন্তানের জন্ম হয় ভালোভাবেই।

ঘটনাটি ঘটেছে গত ১৭ ডিসেম্বর। সম্প্রতি তা আলোচনায় এসেছে। ওই শিশুর নাম রাখা হয়েছে জ্যাক। সুস্থই আছে সে ও তার মা। জানা গেছে, প্রথমে দিল্লি থেকে প্যারিস গিয়েছিলেন হেমল। সেখান থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন ক্লিভল্যান্ডগামী বিমান ধরতে। নিউইয়র্কগামী বিমানে তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন। কিন্তু হইচই শুনে তাকিয়ে দেখতে পান, কম্বল চাপা দেওয়া নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন। প্রথমে হেমল বুঝতে পারেননি যে, ওই নারী অন্তঃসত্ত্বা। হেমলের ভাষায়, ভেবেছিলাম কিডনিতে পাথর। পরে বুঝলাম, উনি ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিমানেই আরেকজন চিকিৎসকের সাহায্য নিয়ে ৩০ মিনিটে ওই নারীর প্রসব করানো হয়। জুতার ফিতা দিয়ে বেঁধে নাড়ি কেটে দেন তিনি। হেমল জানান, বিমানের মধ্যেই প্রসব করানোর সিদ্ধান্ত ঠিক ছিল। এর আগেও সাত বার প্রসব করিয়েছেন তিনি। ৩৫ হাজার ফুট উচ্চতায় এই প্রথম!

লোকালয় সংবাদ/ ০১ ফেব্ররুয়ারী ২০১৮/ একে কাওসার