নিজস্ব প্রতিবেদক
শাহবাগ থেকে উল্টো পথ দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পুলিশ প্রোটেকশনসহ মন্ত্রীর বিএমডব্লিউ গাড়িটি মাঝামাঝি পথে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা গাড়িটি থামায়। সময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এক সময় মন্ত্রীর বডিগার্ড ও সাথে থাকা পুলিশ গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ বলে চিৎকার করতে থাকে এবং মন্ত্রীর গাড়ির সামনে রাস্তায় বসে পড়ে। পরে মন্ত্রী বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে নেয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তোফায়েল আহমেদ বলেন, শিক্ষার্থীরা আমাকে আটকায়নি। আমি নিজেই গাড়ি থেকে নেমে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।